ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফিচার

কারাগারই ব্রিটেনের সবচেয়ে ছোট বিয়ের ভেন্যু!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৪, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
কারাগারই ব্রিটেনের সবচেয়ে ছোট বিয়ের ভেন্যু! ছবি: সংগৃহীত

ঢাকা: জেলখানায় বিয়ে হচ্ছে বিষয়টি ভাবতেই কেমন লাগে! যেখানে ছিলো আঠারো শতকে আসামির বন্দিশালা, সেখানেই এখন থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন হবু দম্পতিরা।

ইংল্যান্ডের দক্ষিণ সামারসেটের ছোট শহর ক্যাসল ক্যারির রাউন্ডহাউজটি বর্তমানে ব্রিটেনের সবচেয়ে ছোট বিয়ের ভেন্যু।

অথচ ভাবাই যায় না এতোগুলো বছর আগে এটি ছিলো ক্রিমিনাল ও মাদকসেবীদের জিম্মিখানা।

undefined


সাতফুট চওড়া প্রাচীন এ কারাগারের জানাল‍া মাত্র একটি। শহর কাউন্সিল নেতৃস্থানীয়রা ১৭৭৯ সালে নির্মিত গোলাকার এ দাল‍ানটি বিয়ের অনুষ্ঠান উদযাপনের জন্য লাইসেন্স করতে আবেদন করেছেন। যারা নিজেদের বিয়েকে একটু ব্যতিক্রমভাবে পালন করতে চান তারা এখানে আসতেই পারেন! 

ভেন্যুটিকে বিয়ের জন্য ভাড়া নিতে চাইলে দম্পতিদের খরচ পড়বে ছয়শো পাউন্ড। যা মার্কিন ডলার হিসেবে পড়ে আটশো ৫৭ ডলার।
গত সপ্তাহে বুকিং ওপেন হয়েছে ও এক হবু দম্পতি অগাম বুকিং দিয়ে রেখেছেন।

undefined


দশ ফুট উচ্চতার দালানে আসামিদের জেলা জজের কাছে পাঠানোর আগে বন্দি করে রাখা হতো। ছোট্ট বন্দিশালায় অবশ্য বিয়ে রেজিস্ট্রার কর্মকর্তা ও বর-কনের জন্য যথেষ্ট জায়গা রয়েছে, তবে অতিথিদের বিয়ে দেখতে হবে বাইরের রাস্তায় দাঁড়িয়ে।

শহর কাউন্সিলের এক মুখপাত্র জানান, এখানে দম্পতিরা তাদের বিশেষ দিনটিকে রসাত্মকভ‍াবে পালন করতে পারবেন।
 
রাউন্ডহাউজটি সবসময় তালাবদ্ধ থাকে আর চাবি থাকে স্থানীয় এক কসাইয়ের দোকানে। যেসব পর্যটক ভেতরে ঢুকে পরিদর্শন করতে চান তাদের চাবি দেওয়া হয়।

এখন থেকে এখানের প্রতিটি বিয়ের আসরেই খুলবে প্রাচীনতম কারাগারের দরজা। ব্রিটেনের সবচেয়ে ছোট বিয়ের ভেন্যু বলে কথা!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।