ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফিচার

দুই মাথার ববটেইল লির্জাড

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০০, মার্চ ১৭, ২০১৬
দুই মাথার ববটেইল লির্জাড

ঢাকা: দু’মাথা বিশিষ্ট লিজার্ডটির জন্ম হওয়ার পরই মা লিজার্ড তাকে ছেড়ে চলে যায়। পশ্চিম অস্ট্রেলিয়ায় ডানসবোরোর নিজ বাড়ির পেছনে সদ্য জন্ম নেওয়া লিজার্ডটি দেখে প্রথমে একটু হোঁচট খেয়েছিলেন জো।



চারপেয়ে ববটেইল লিজার্ডটি তখন গুটি গুটি পায়ে এগিয়ে আসছিলো। জো কাছে গিয়ে দেখেন দু’মাথার লিজার্ডসহ সেখানে রয়েছে নবজাত তিনটি লিজার্ড।


জো জানান, বাকি সুস্থ দুটো লিজার্ড নিজের মতো করে চলাফেরা করছিলো। কিন্তু দু’মাথার লিজার্ডটির হাঁটতে কষ্ট হচ্ছিলো। তার দ্বিতীয় মাথাটি পেটের কাছাকাছি জায়গায় সংযুক্ত। দুটো মাথাই নড়াচড়া করছিলো তবে নিচের মাথার পজিশনের কারণে তার চলাফেরা কর‍া কষ্টকর ছিলো।


কি করা উচিত ভেবে না পেয়ে জো লিজার্ডটিকে ডানসবোরো ভেটিরিনারি হাসপাতালে নিয়ে যান। পশুচিকিৎসক সিমাস হেনরি ডেইলি মেইলকে জানান, ববটেইল লিজার্ডের বয়স মাত্র সাত ঘণ্টা।
লম্বায় ১৩ সেন্টিমিটার লিজার্ডটির বেঁচে থাকার সম্ভাবনাও খুব কম বলে জানান তিনি।

দ্বিতীয় মাথাটি এতো নিচে যে হাঁটার সময় তা মাটির সঙ্গে ঘষা খায় আর তার শ্বাস-প্রশ্বাসেও অসুবিধা রয়েছে।
দু’মাথার লিজার্ডটিকে পশ্চিম অস্ট্রেলিয়ার জাদুঘরে পাঠানো হয়েছে বলে জানা যায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।