ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফিচার

বাসে উঠতেও যুদ্ধ, অনিয়ম আর যত ঝুঁকি

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, এপ্রিল ২৫, ২০১৬
বাসে উঠতেও যুদ্ধ, অনিয়ম আর যত ঝুঁকি

ঢাকা: এই শহরে বাসে উঠতেও যুদ্ধ করতে হয়! যুদ্ধে জয়-পরাজয় আছে। যদি দৌড়ে আরও দুইজনকে ঠেলে আপনি উঠে যেতে পারেন বাসে, তাহলে জয়ী।

আর যদি বাস দৌড়ে চলে যায় আপনাকে রেখে, তাহলে পরাজয়। সঙ্গে রয়েছে বাঁশের খুঁটি দিয়ে আলাদা করা ব্যস্ত সড়ক ঝুঁকি নিয়ে পার হওয়া।

বাস উঠতে এই যুদ্ধে কেউ পিছিয়ে থাকতে চায় না!

নিয়ম না মানা, এ শহরের নিয়মিত চিত্র। সিগন্যাল কে দেয়, কোথায় বা সিগন্যাল তার খবরই কেউ রাখে না। বাস চালকদেরও রয়েছে অসুস্থ প্রতিযোগিতা। কার আগে কে যেতে পারবে।

রাজধানী সদরঘাট থেকে গুলিস্তান আসার পথে বিশৃঙ্খলভাবে বাস চলতে দেখা যায়। এমন চিত্র এই শহরে প্রতিটি সড়কেই চোখে পড়ে।

বিদেশি পর্যটক যারা বাংলাদেশে বেড়াতে আসেন, তাদের অনেকেই অভিজ্ঞতা প্রকাশ করে ইংরেজি বর্ণ ‘সি’ তিনবার ব্যবহার করে। অর্থাৎ ‘ক্রেজি’ দ্বিতীয়টি ‘ক্রাউড’ এবং তৃতীয়টি ‘কালারফুল’।

সুজলা, সুফলা, শস্য-শ্যামলা আমাদের এই বাংলাদেশে যারাই আসেন- তাদেরই বলতে হয় ‘কালারফুল’।

শুধু মোটর গাড়ি নয়, এই শহরে ঘোড়ার গাড়িও চলে। এক সময় যে ঘোড়াই ছিলো শহরের অন্যতম বাহন, আজ তার চিহ্ন দেখা যাবে শুধু গুলিস্তান, সিদ্দিক বাজার এবং সদরঘাট এলাকায়।

ব্যস্ত সড়কে ঘোড়ার গাড়ি চলাচল নিষিদ্ধ হলেও, তা শুধু নিয়ম!

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।