ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফিচার

বাবর প্রথম, রাজা দ্বিতীয় ও বিদ্যুৎ তৃতীয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, মে ১৫, ২০১৬
বাবর প্রথম, রাজা দ্বিতীয় ও বিদ্যুৎ তৃতীয় ছবি: মানজারুল ইসলাম- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্টোরি: মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট, ছবি: মানজারুল ইসলাম, স্টাফ ফটো করেসপন্ডেন্ট

...
খুলনায়:
গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য ঘোড়ার দৌড়। কালের বিবর্তনে হারাতে বসা এ ঐতিহ্যবাহী খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শনিবার (১৪ মে) বিকেলে খুলনার পূর্ব ডুমুরিয়ার মিরেখালী মাঠে অনুষ্ঠিত হয়।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাবর, দ্বিতীয় রাজা ও তৃতীয় বিদ্যুৎ নামের ঘোড়া।


বিনোদন বঞ্চিত ডুমুরিয়ায় দীর্ঘদিন পর এ ঘোড়ার দৌড় অনুষ্ঠিত হওয়ায় উৎসুক দর্শনার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।


বৈশাখের শেষ বিকেলে সবাইকে তাক লাগিয়ে ঘোড়ার পিঠে চড়ে দুরন্ত কিশোর দল ছুটে চলছিল কে কাকে পেছনে ফেলতে পারে সেই লক্ষ্যে।


ঘোড়া দৌড়ের আমেজ কেবল মাঠেই নয়, আশপাশের উঁচু গাছেও লেগেছিলো উৎসবের ঢেউ। তাইতো অনেককে  গাছের মগডালে বসে ভিন্নধর্মী এ প্রতিযোগিতা উপভোগ করতে দেখা যায়।


বাশি ও বাজনার তালে তালে এগিয়ে চলছে প্রতিযোগী ঘোড়ার দল।


ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ শেষে প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।