ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফিচার

কলকাতায় ক্লান্ত ঘুম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, জুন ২৩, ২০১৬
কলকাতায় ক্লান্ত ঘুম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ঘুম বা নিদ্রা সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা করে। সব প্রাণীর জন্যই ঘুম অপরিহার্য।

কিন্তু এই ঘুম কি সহজে আসে?
 
শিশুদের ঘুম পাড়াতে মা-মাসিরা ‘ঘুম পাড়ানি মাসি-পিসি’ গান শুনান। দোলনায় দোল দিয়েও শিশুকে ঘুম পাড়াতে বেগ পেতে হয়, ঘাম ঝরে জননীর।

তবে প্রাপ্ত বয়স্কদের বেলায় এমনটি না হলেও বিছানায় গা এলানোর পরপরই ঘুম আসা লোকের সংখ্যা কম। মহা মূল্যবান এই ঘুমের জন্য অনেকেই নিয়মিত ঘুমের ওষুধ খেতে হয়। দীর্ঘদিন ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাসের কারণে স্বাভাবিকভাবে ঘুমানোটাও অনেকের পক্ষে কঠিন হয়ে পড়ে।

কিন্তু এক শ্রেণির মানুষ ব্যতিক্রম। ঘুমানোর জন্য এতো কাঠ-খড় পোড়াতে হয় না তাদের। কি মাটি, কি পাকা, বিছানা আছে কি নেই, এসব ভাবারও সময় নেই। সম্প্রতি কলকাতা শহরে নানা ঢঙে এমন মানুষদের ঘুমানোর কিছু চিত্র এই ধরা পড়ে বাংলানিউজের এই করেসপন্ডেন্টের ক্যামেরায়।

ছবিগুলো কলকাতার শহরের হাওড়া, শিয়ালদহ রেল স্টেশন, ভিক্টোরিয়া পার্ক ও হ্যারিসন রোড থেকে তোলা।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।