ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের শাহাদতবরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, নভেম্বর ২৬, ২০১৬
স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের শাহাদতবরণ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সে সব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সে সব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন।

২৭ নভেম্বর, ২০১৬, রোববার। ১৩ অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১০০১ - গজনীর সুলতান মুহম্মদের কাছে জয়পাল সিংহের পরাজয়।
•    ১৮৯৫ - বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন।
•    ১৯৪৩ - চার্চিল রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।
•    ১৯৯২ - ব্রিটেনের রানী আয়কর দিতে শুরু করে।

ব্যক্তি
•    ১৮৭৮ - ‘কাজলা দিদি’ খ্যাত বাঙালি কবি যতীন্দ্রমোহন বাগচীর জন্ম।
•    ১৯২৫ - শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, এবং শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্ম।
•    ১৯৫৩ - সাহিত্যে নোবেলজয়ী মার্কিন নাট্যকার ইউজিন ও’নিলের মৃত্যু।
•    ১৯৯০ - স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা. শামসুল আলম খান মিলন শাহাদত বরণ করেন। গণ-অভ্যুত্থানের একপর্যায়ে চিকিৎসক নেতা ডা. মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। সন্ত্রাসীরা সেসময়কার এরশাদ সরকারের মদতপুষ্ট বলে মনে করা হয়। ডা. মিলনের শাহাদতের মধ্য দিয়েই তখনকার স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং অল্পকয়েক সপ্তাহের মধ্যে এরশাদ সরকারের পতন ঘটে।
•    ১৯৯৮ - গবেষক ও লেখক নরেন বিশ্বাসের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।