ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফিচার

মিশরে নতুন স্ফিংসের সন্ধান

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২১, সেপ্টেম্বর ২২, ২০১৮
মিশরে নতুন স্ফিংসের সন্ধান স্ফিংসের নতুন মূর্তি

মিশরের কম অমবোতে নতুন স্ফিংসের সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতত্ত্ববিদরা। একটি পুরাতন উপাসনালয়ের কাছে এটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এটি দুই হাজার বছরের পুরনো। 

নতুন আবিষ্কার হওয়া বেলেপাথরের এ মূর্তিটি প্রাচীন একটি উপাসনালয়ের কাছে ভূগর্ভস্থ পানির কাজ করার সময় পাওয়া যায়।

মিশরের পুরাতত্ত্ব মন্ত্রণালয় ফেসবুক পেজে জানিয়েছে, স্ফিংসটি পাওয়া গেছে কম অমবোর দক্ষিণ পাশে দক্ষিণের আসওয়ান শহরে।

 

স্ফিংসের সবচেয়ে পুরনো ও বড় মূর্তিমন্ত্রণালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্ল্যাসিক স্ফিংস যার দেহ সিংহের এবং মাথা মানুষের, পরে আছে সাপের মুকুট ও মাথায় পাগড়ি।

স্ফিংস হলো প্রাচীন মিশরীয় পুরাণের অন্যতম চরিত্র। পারস্য ও গ্রিক সংস্কৃতিতেও স্ফিংসের অস্তিত্ব পাওয়া যায়। স্ফিংসের পিরামিড বিশ্বের অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।