কুমড়ার খরগোশ।
২০১৮ সালের ৩০ আগস্ট জার্মানির ফ্রেম লেকে কুমড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
পিঁপড়ার ভাস্কর্য।
সে প্রতিযোগিতায় অংশ নেন অনেক প্রতিযোগী।
কুমড়া দিয়ে ঈগলের ভাস্কর্য।
প্রদর্শনীস্থলজুড়ে দানবাকৃতির অনেক কুমড়া প্রদর্শনী দেখা যায়।
কুমড়া দিয়ে বিশ্বকাপ ট্রফি।
শরৎতকালীন উদ্যানবিদ্যা প্রদর্শনীতে দর্শনার্থীরা ভাস্কর্যের সামনে হেঁটে এর সৌন্দর্য উপভোগ করেন।
কুমড়া দিয়ে বিমান।
চার লাখ পঞ্চাশ হাজারেরও বেশি কুমড়া প্রদর্শনী করা হয়।বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
এএটি