ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফিচার

খেলোয়াড়ের চেয়ে পর্যটক বেশি টানে মাঠটি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪১, নভেম্বর ৬, ২০১৮
খেলোয়াড়ের চেয়ে পর্যটক বেশি টানে মাঠটি! চারপাশ ‘নীল সমুদ্র’ ঘেরা ওই ফুটবল মাঠ খেলোয়াড়দের পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতেও বিখ্যাত

ঢাকা: ফুটবল খেলায় সবারই আগ্রহ অনেক বেশি। কেউ খেলতে আবার কেউ খেল দেখতে। জনপ্রিয় দলগত এ খেলাটিতে অংশ নিতে ইচ্ছের সীমাও নেই কারও। সবাই খেলতে চান। তবে অন্যান্য খেলার মতো এরও রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা।

১১/১১ ফুটবলে একটি সুন্দর মাঠই বলতে গেলে প্রধান দরকারি। যেটা অনেক দেশেই নেই; থাকলেও সবার জন্য প্রযোজ্য নয়।

কিন্তু খেলাটির প্রচুর আগ্রহ বিভিন্ন উপায়ে বিচিত্র মাঠ তৈরি করতে প্রস্তুত করে ওইসব কর্তৃপক্ষকে।

ফুটবলের আগ্রহের জয় হিসেবে তৈরি করা বিশ্বের এসব অপরূপ দৃশ্য ও বিচিত্র আকর্ষণের মাঠের মধ্যে মালদ্বীপেরও একটি জায়গা করে নিয়েছে।

চারপাশ ‘নীল সমুদ্র’ ঘেরা ওই ফুটবল মাঠ খেলোয়াড়দের পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতেও বিখ্যাত

চারপাশ ‘নীল সমুদ্র’ ঘেরা ওই ফুটবল মাঠ খেলোয়াড়দের পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতেও বিখ্যাত

সেটি হলো- অপরূপ সৌন্দর্যের লীলাভূমির এ দেশের কুরেডু দ্বীপে। চারপাশ ‘নীল সমুদ্র’ ঘেরা ওই ফুটবল মাঠ খেলোয়াড়দের পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতেও বিখ্যাত। আর বলতে গেলে খেলোয়াড়ের চেয়ে পর্যটকই বেশি টানে অপূর্ব এ মাঠটি।

এর নাম ‘কুরেডু স্থার্ফ স্টেডিয়াম’। এটি দক্ষিণ এশিয়ার পর্যটন বিখ্যাত এ দেশটির প্রথম পূর্ণ আকারের ফুটবল মাঠ। সেভাবে এটাকে স্বীকৃতিও দিয়েছে ফিফা।

বিখ্যাত কুরেডু রিসোর্টের ভেতরে অন্যান্য মনোরম দৃশ্যের সঙ্গে এ মাঠটিকেও উপলব্ধি করেন পর্যটকরা।

এছাড়া এ মাঠে বড় বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। যদিও এখানে বেশির ভাগই খেলা শেখানোর কর্মসূচি হাতে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।