ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করুন: স্কালোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করুন: স্কালোনি

আর্জেন্টিনার স্বপ্ন জয়ের কারিগর। গত আট বিশ্বকাপে যা কেউ করতে পারেননি, তা তিনি করে দেখিয়েছেন।

আর্জেন্টিনাকে ভাসিয়েছেন অবিরাম আনন্দের স্রোতে। ঘুচিয়েছেন ৩৬ বছরের আক্ষেপ। কোচ লিওনেল স্কালোনির কাছে হয়তো আজীবণ ঋণী থাকবেন আর্জেন্টিনার মানুষেরা।

সেই মানুষদের মুহূর্তটি আজ উপভোগ করতে বলছেন স্কালোনি।  কোচ হিসেবে আজ তার সবচেয়ে বড় গর্বের দিন। বিশ্বকাপ জেতার পথে ফাইনালে ফ্রান্সকে হারিয়েছেন ৩(৪)-৩(২) ব্যবধানে। টাইব্রেকারে গনসালো মন্তিয়েলের শট থেকে জয় নিশ্চিত হওয়ার পর কান্নায় ফেটে পড়েন তিনি।

জয়ের পর স্কালোনি বলেন, ‘আমি গর্বিত। অন্যান্য দিনের চেয়ে কম রোমাঞ্চিত আমি তবে আজ আমি মুক্ত। এই দল আমাকে গর্বিত করেছে, এই অর্জন তাদের। আমি মানুষকে বলতে চাই উপভোগ করুন, কারণ এটা ঐতিহাসিক মুহূর্ত। ’

বাংলাদেশ সময় : ০০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।