ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার ক্লাব দ্বিগুণ টাকার প্রস্তাব দিয়েছে তপুকে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
আর্জেন্টিনার ক্লাব দ্বিগুণ টাকার প্রস্তাব দিয়েছে তপুকে

গত কয়েকদিন যাবত গণমাধ্যমে খবর ভাসছে বাংলাদেশের দুই ফুটবলার তপু বর্মণ ও মাহমুদুল হাসান কিরণ আর্জেন্টিনার তৃতীয় বিভাগ ফুটবলে খেলার প্রস্তাব পেয়েছেন। এবার তপু-কিরণের আর্জেন্টিনায় খেলার প্রস্তাবটি আর্জেন্টিনার মিডিয়াতেও এসেছে।

 

বসুন্ধরা কিংসে খেলা এই দুই ফুটবলারকে নিয়ে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস এবং পাগিনা ১২ খবর প্রকাশ করেছে। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়ো দে ভিয়েদমা দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে তাদের।

এ প্রসঙ্গে টিওয়াইসি স্পোর্টসকে তপু বর্মন বলেন, ‘এটা শতভাগ সত্যি যে আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছি আমরা। এবং অবশ্যই দুজনের জন্যই এটি দারুণ খবর। কিন্তু আমরা স্বতন্ত্রভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, যেহেতু বসুন্ধরা কিংসের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। ’ 

‘বিষয়টি কেবলই প্রাথমিক পর্যায়ে আছে এবং আরও অনেক কিছু বাকি আছে। আমার ক্লাব রাজি না হওয়া পর্যন্ত এটা সম্পন্ন হবে না। পেশাদার ফুটবলার হিসেবে আমি সবসময়ে ক্লাবের সিদ্ধান্তের পাশে আছি।  কারণ আমার যত বাধা-বিপত্তি এসেছে, তখন ক্লাব আমার পাশে ছিল। ’

২০১৯ সাল থেকে বসুন্ধরা কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন তপু। এই ডিফেন্ডারকে পেতে বসুন্ধরার চেয়েও দ্বিগুণ টাকার প্রস্তাব দিয়েছে আর্জেন্টাইন ক্লাব। তপু বলেন,  ‘এটি যদি বাস্তবে পরিণত হয়, নিঃসন্দেহে এতে আমার খেলার উন্নতি হবে এবং আমার দেশ উপকৃত হবে। আমি দুটো উপায়ে এটি আমাকে সাহায্য করবে: এক আমার খেলায় উন্নতি হবে এবং দুই আমি এখন যা পাচ্ছি এর চেয়ে প্রায় দ্বিগুণ টাকা পাব। যদি আমি সেখানে ভালো খেলতে পারি, তাহলে অন্যান্য আর্জেন্টাইন ক্লাবরা আরও বাংলাদেশি ফুটবলার নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাবে। ’

আগামী মার্চে শুরু হবে আর্জেন্টিনা তৃতীয় বিভাগ লিগ। তবে এই প্রস্তাব আলোর মুখ দেখবে কিনা তা নিশ্চিত নয়। বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এআর/এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।