ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আনুচিংয়ের পর অবসরের ঘোষণা সাজেদার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
আনুচিংয়ের পর অবসরের ঘোষণা সাজেদার

একদনি আগেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাফজয়ী দলের ফুটবলার আনুচিং মোগিনি। ক্যাম্প থেকে বাদ পড়ে অভিমান নিয়ে ফুটবল ছেড়েছেন তিনি।

এবার ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাম্প থেকে বাদ পড়া আরেক ফুটবলার সাজেদা খাতুন। ফেসবুক স্ট্যাটাস দিয়ে এমনটা জানিয়েছেন তিনি।

ফেসবুকে সাজেদা লেখেন, ‘বিদায় একদিন সবাইকেই নিতে হবে ফুটবল ক্যারিয়ার থেকে। আজকের পর থেকে ফুটবল ক্যারিয়ারকে বিদায় দিলাম। নতুন করে জীবন শুরু করতে চাই। ’

পারফরম্যান্সের অবনতির কারণে গত শনিবার বাফুফের এলিট ক্যাম্প থেকে তিন ফুটবলারকে বাদ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের মধ্যে ছিলেন সাজেদা খাতুন। মাত্র ২০ বছরে বয়সে ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই ফুটবলার।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।