ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ে ফিরে শিরোপার আরও কাছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
জয়ে ফিরে শিরোপার আরও কাছে বার্সা

পরপর দুই ম্যাচে ড্র করে ছন্দ হারিয়ে ফেলেছিল বার্সেলোনা। সেটাও মাঝারিমানের দুই দলের সঙ্গে।

তবে বড় ম্যাচে ঠিকই জয়ে ফিরে এল তারা। আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে লিগ শিরোপার আরও কাছে চলে গেল জাভি হার্নান্দেজের দল।   

লা লিগার শেষ ধাপে বার্সার বড় বাধা বলতে ছিল কেবল আতলেতিকো। তাই শিরোপা নিশ্চিত করার পথে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। বিশেষ করে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর। ঘরের মাঠে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। ৪৪তম মিনিটে রাফিনিয়ার পাস থেকে ডান পায়ের নিচু শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড। এরপর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আতলেতিকো। কিন্তু ভাগ্য তাদের পাশে ছিল না। তাই তিন পয়েন্ট তুলে নেওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

৩০ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্রয়ে ৭৬ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।  ৫ পয়েন্ট কম নিয়ে তিনে আতলেতিকো।  

বাংলাদেশ সময় : ১১২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।