ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

মাঠে ফেরার পথে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, মে ১৪, ২০২৫
মাঠে ফেরার পথে নেইমার নেইমার জুনিয়র/সংগৃহীত ছবি

নেইমার জুনিয়রের মাঠে ফেরার সময় ঘনিয়ে এসেছে। আগামী সপ্তাহে কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সান্তোস দলের সঙ্গে মেসেইও সফরে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা।

 

ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ মে (বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত ৯:৩০টায়, স্তাদিও রেই পেলের মাঠে।

সান্তোসের পরিকল্পনা, গুরুত্বপূর্ণ এই ম্যাচে অন্তত কিছু সময়ের জন্য নেইমারকে মাঠে নামিয়ে শেষ ষোলো নিশ্চিত করা। প্রথম লেগে ভিলা বেলমিরোতে তার অনুপস্থিতিতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

নেইমার গত ১৮ এপ্রিল বাম উরুর পেছনের সেমিমেমব্রানোসাস পেশিতে চোট পান। ম্যাচের দিন পর্যন্ত তিনি প্রায় পাঁচ সপ্তাহের পুনর্বাসন সম্পন্ন করবেন। চিকিৎসকদের মতে, তার জন্য ৫-৬ সপ্তাহের একটি ইতিবাচক পুনর্বাসন সময় ধরা হয়েছিল, যা সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্তও যেতে পারত।

বর্তমানে নেইমার মাঠে ফেরার শারীরিক প্রস্তুতি পর্বে আছেন। তবে এই রোববার করিন্থিয়ান্সের বিপক্ষে ব্রাজিলিয়ান লিগের নবম রাউন্ডের ম্যাচের দলে তাকে রাখা হচ্ছে না।

সান্তোস ক্লাব জানায়, নেইমার তার পুনর্বাসনে পূর্ণ মনোযোগ দিয়েছেন, প্রতিদিনই রেই পেলে ট্রেনিং সেন্টারে অধিক সময় ব্যয় করছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।