ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

কোন ক্লাবের সমর্থক রাজা তৃতীয় চার্লস?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, মে ৬, ২০২৩
কোন ক্লাবের সমর্থক রাজা তৃতীয় চার্লস?

যুক্তরাজ্যের রাজা হিসেবে আজ শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। ধমীয় ও ব্রিটিশ কেতা মেনে বেশ জাকজমকপূর্ণভাবে রাজ্যাভিষেক হয়েছে তার।

খেলাধুলার প্রতি বরাবরই বিশেষ আগ্রহ থাকে ব্রিটিশ রাজপরিবারের। ব্যতিক্রম নন রাজা তৃতীয় চার্লসও। ইংলিশ ক্লাব বার্নলির একনিষ্ঠ সমর্থক তিনি।

বার্নলিকে নিয়ে রাজার খুব খুশিই হওয়ার কথা। কেননা আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে ক্লাবটি। দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে এবার চ্যাম্পিয়ন হয়েছে তারা।  
 
এদিকে প্রিমিয়ার লিগে আজ রয়েছে পাঁচটি ম্যাচ। প্রতিটি ম্যাচের আগেই রাজার সম্মানে জাতীয় সংগীত বাজানো হবে। তবে ঝামেলা তৈরি হতে পারে অ্যানফিল্ডে অনুষ্ঠেয় লিভারপুল-ব্রেন্টফোর্ড ম্যাচে। কেননা জাতীয় সংগীতের প্রতি দুয়োধ্বনি দেওয়া লিভারপুল ভক্তদের খুব পুরোনো এক ইতিহাস। গত মৌসুমে এফএ কাপেও একই কাণ্ড করেছে তারা।  

মূলত সত্তর-আশির দশকে যুক্তরাজ্যের শিল্পমুক্তকরণ অর্থনীতির কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয় লিভারপুল। এর জের ধরে ১৯৮১ সালে টানা ৯ দিন দাঙ্গা চলে শহরটিতে। রক্ষণশীল শাসনের সেই দশক থেকে লিভারপুলের মানুষরা নিজেদের বহিরাগত হিসেবে ভাবতে শুরু করে। হিলসবোরো ট্র্যাজেডির পর রাষ্ট্রের ভূমিকা দেখে সেই অনুভূতি আরও তীব্র হতে পারে। তাই লিভারপুল সমর্থকরা জাতীয় সংগীতকে খুব একটা শ্রদ্ধার চোখে দেখে না।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এএইচএস  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।