ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

ফিলিস্তিনের সমর্থনে পোস্ট দিয়ে ফ্রান্সে আটক ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, নভেম্বর ২৪, ২০২৩
ফিলিস্তিনের সমর্থনে পোস্ট দিয়ে ফ্রান্সে আটক ফুটবলার

ইসরায়েলের আগ্রাসনের কারণে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়রাও নানাভাবে অভিমত প্রকাশ করছে। এতে সেখানে কোনো সমস্যা হচ্ছে না।

বিষয়টির ঠিক উল্টো ঘটেছে ফ্রান্সে। এই সংক্রান্ত এক ভিডিও পোস্ট করে গ্রেফতার হয়েছেন লিগ ওয়ানের ক্লাব নিসের এক ফুটবলার।

আলজেরিয়ান ফুটবলার ইউসেফ আতাল গত মাসে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। যেখানে ফিলিস্তিনি একজন বক্তা ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলায় প্ররোচিত করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এতে সন্ত্রাসবাদ উসকে দেওয়ার দায়ে এই ফুটবলারকে আটক করেছে ফ্রেঞ্চ পুলিশ।

পরবর্তীতে ইউসেফ ভিডিও সরিয়ে নিলেও ক্লাব তাকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয়। এরপর নিস মেয়রের অনুরোধে পরে তা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়। অবশেষে আজ আটক করা হয়েছে ওই ফুটবলারকে। যিনি শীর্ষ লিগেই শুধু খেলেন না, খেলেন আলজেরিয়া জাতীয় দলেও।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।