ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

এএফসির সেরা পারফরমারদের তালিকায় মোরসালিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, নভেম্বর ২৫, ২০২৩
এএফসির সেরা পারফরমারদের তালিকায় মোরসালিন

লেবাননের বিপক্ষে বাংলাদেশ যখন পিছিয়ে। তখন চমৎকার এক গোলে দলকে সমতায় ফেরান শেখ মোরসালিন।

দারুণ গোলের বদৌলতে এএফসির এশিয়ার শীর্ষ ৯ জনের তালিকায় নাম লিখিয়েছেন তিনি।  

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে লেবাননের বিপক্ষে ম্যাচটি ছিল এশিয়ান কাপের সরাসরি বাছাইও। গত ১৬ ও ২১ নভেম্বর বাছাইয়ে পুরো এশিয়ায় মোট ৩৬ টি ম্যাচ হয়েছে। সেখান থেকে সেরা ৯ জন পারফর্মারের নাম ঘোষণা করেছে এএফসি। যেখানে মোরসালিন ছাড়াও রয়েছেন দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন, কাতারের আলমোয়েজ আলী, ইরানে মেহেদী তারেমি, সৌদি আরবের সালেহ আল শেহরিরাও।  

বাংলাদেশের উদীয়মান তারকা হিসেবে আগেই জানান দিয়েছেন মোরসালিন। কয়েকদিন আগে অবশ্য সমালোচনায়ও পড়তে হয় তাকে। তবে সবকিছু চাপিয়ে লেবাননের বিপক্ষে আবারও সমর্থকদের মন জয় করে নিয়েছেন। বাংলাদেশকে পাইয়ে দিয়েছেন এক পয়েন্ট।

বাংলাদেশের জার্সিতে এই পর্যন্ত ৯ ম্যাচে ৪ গোল রয়েছে মোরসালিনের। সাফের গত আসরেও এমন দারুণ একটি গোল করেছিলেন তরুণ এই মিডফিল্ডার।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।