ঢাকা, শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

ফুটবল

নাটকীয় টাইব্রেকার জিতে শেষ আটে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
নাটকীয় টাইব্রেকার জিতে শেষ আটে রিয়াল সংগৃহীত ছবি

বার্নাব্যুতে প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকার পর আতলেতিকো মাদ্রিদ নিজেদের মাঠে মাত্র ২৭ সেকেন্ডে গোল করে সমতা ফেরায়। পুরো ম্যাচে ২-২ গোল হলে খেলাটি অতিরিক্ত সময়ে চলে যায়।

অতিরিক্ত সময়েও কোন গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের জয় নিয়ে রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

ওয়ান্দা মেত্রোপলিটানোতে দ্বিতীয় লেগে অ্যাতলেতিকো রিয়ালকে ১-০ গোলে হারালেও দুই লেগে ২-২ গোলে সমতা ছিল। প্রথম লেগে পিছিয়ে থাকা অ্যাতলেতিকো ম্যাচের শুরুতেই দ্রুত গোল করে সমতায় আসে। রিয়ালকে দুর্দান্ত কিপিংয়ে বাঁচান থিবো কোর্তোয়া, এবং অ্যাতলেতিকোও বেশ কিছু সুযোগ তৈরি করলেও তারা কাজে লাগাতে পারেনি।

৬৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে দারুণ একটি কাউন্টার অ্যাটাকে অ্যাতলেতিকোর ডিফেন্ডারদের কাঁপিয়ে পেনাল্টি আদায় করেন, কিন্তু ভিনিসিয়ুস জুনিয়রের শট গ্যালারিতে চলে যায়। এরপর ম্যাচের মূল সময় শেষ হলে অতিরিক্ত সময়ে গিয়ে কোন গোল হয়নি। টাইব্রেকারে রিয়াল মাদ্রিদ তাদের প্রতিপক্ষকে ৪-২ গোলে হারিয়ে জয়ী হয়।

টাইব্রেকারে রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভের্দে এবং আন্তোনিও রুদিগার গোল করেন, তবে লুকাস ভাসকেজ মিস করেন। অন্যদিকে অ্যাতলেতিকোর হয়ে আলেক্সান্দার সোরলথ এবং আনহেল কোরয়ো গোল করেন, কিন্তু আলভারেজ এবং মার্কোস লরেন্তে পেনাল্টি মিস করেন। ভিএআরের সাহায্যে আলভারেজের একটি শট বাতিল করা হয়, কারণ তার শট নেয়ার সময় বল তার দুই পায়ে ছোঁয়া লাগে, যা নিয়ম ভঙ্গ করে।

আরো কিছু ম্যাচের ফলও ছিল উল্লেখযোগ্য। বরুসিয়া ডর্টমুন্ড লিলকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে শেষ আটে চলে যায়। আর্সেনাল, যাদের প্রথম লেগে ৭-১ গোলে জয় ছিল, পিএসভির মাঠে ২-২ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে চলে গেছে। আর ক্লাব ব্রুজকে ৩-০ গোলে হারিয়ে অ্যাস্টন ভিলা দুই লেগে ৬-১ গোলে জয় পায় এবং শেষ আটে চলে যায়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।