ঢাকা, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

ফুটবল

ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমেদুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমেদুল ছবি: সংগৃহীত

ইতালি থেকে সরাসরি সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমেদুল ইসলাম। তাকে নিয়ে প্রত্যাশাও ছিলো অনেক।

বাংলাদেশে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েও রেখেছিলেন ভক্ত সমর্থকরা। কিন্তু সব কিছু থেমে গেল নিমিষেই। জানা গেল বাংলাদেশে ফিরছেন না তিনি। ফিরে গেছেন ইতালিতে।

দল ঘোষণার দিন অবশ্য ফাহমেদুলকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। হামজা চৌধুরীর সঙ্গে দলের পরিকল্পনাতেও রাখাও হয়েছিল তাকে। সৌদিতে করা ক্যাম্প থেকে ফেরার কথা ছিল ঢাকায়। কিন্তু সেটি আর হয়নি।

আজ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। সেই দলের সঙ্গে নেই ফাহমেদুল। তার না থাকা নিয়ে ম্যানেজার আমের খান বলেছেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। ’

এতেই বোঝা যাচ্ছে, কোচের মন জয় করতে পারেননি ১৮ বছরের এই তরুণ। ইতালিতে বেড়ে ওঠা এই ফুটবলার দেশটির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলছেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।