ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

তিন শিরোপা জিতে ফ্লিক জানালেন পেছনের গল্প

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, মে ১৬, ২০২৫
তিন শিরোপা জিতে ফ্লিক জানালেন পেছনের গল্প ছবি: সংগৃহীত

গত মৌসুমে ধুঁকতে বার্সেলোনা যখন হারিয়ে ফেলেছিল পথ, তখনই দায়িত্ব নিলেন হান্সি ফ্লিক। তার কোচিংয়ে দুর্দান্ত হয়ে ওঠে কাতালানরা।

একের পর এক জয়ে শিরোপার সংখ্যা বাড়াতে থাকে তারা। যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হয়। তবে গতকাল লা লিগা চ্যাম্পিয়ন হয়ে সেই আক্ষেপ ঘুচিয়েছে তারা।  

গতকাল রাতে এস্পানিওলের মাঠে ২-০ ব্যবধানের জয়ে শিরোপা নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ সাত পয়েন্ট পিছিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়ে যায় তারা। এই দলকেই তারা হারায় স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রের ফাইনালে। তিন শিরোপা জিতে উচ্ছ্বাস প্রকাশ করেন বার্সা কোচ। শোনালেন নিজেদের অপ্রতিরোধ্য যাত্রার গল্প।

ফ্লিক বলেন, ‘আমরা সবসময়ই ইতিবাচক থাকতে চেয়েছি এবং ট্রেনিং সেশনগুলোতে তা অনুভব করতে পেরেছি। বার্সেলোনার মতো ক্লাবে শিরোপা জিততে হয় এবং আমরা এবার তিনটি ট্রফি জিতেছি, যা দারুণ। আমার মনে হয়, বিশেষ করে মৌসুমের দ্বিতীয় ভাগে আমরা ছিলাম অসাধারণ। আমরা একটি ম্যাচও হারিনি, এটা স্রেফ দুর্দান্ত। গোটা দল, পুরো ক্লাব ও সমর্থকদের অভিনন্দন। যা কিছু অর্জন করেছি, আমরা খুবই খুশি। ’

দলের বেশিরভাগই তরুণ ফুটবলার। অভিজ্ঞতার দিক থেকে পিছিয়ে থেকেও দলের সবাই যেভাবে প্রতিদান দিয়েছেন তারই সুনাম করেছেন ফ্লিক। সবাইকে একই সূত্রে গেঁথে এই বন্ধন আরও পোক্ত করেছেন তিনি। এটি নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেন বার্সা কোচ।  

তিনি বলেন, ‘আমার মনে হয় না মৌসুমজুড়ে এটা ব্যাখ্যা করার ফুরসত খুব বেশি ছিল আমার, তবে দলে একটি সংস্কৃতি গড়ে তোলা, পারিবারিক আবহ গড়ে তোলায় অনেক জোর দিয়েছি আমি। তীব্র তাড়না ও দারুণ মানসিকতা নিয়ে অনেক কাজ করতে হয়েছে। এখন এই পরিবারকে দেখে দারুণ লাগছে। আমরা যেভাবে পরস্পরকে দেখভাল করি, এটা অনন্য। আমি উচ্ছ্বসিত। ’

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।