ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ ম্যাচে থাকছেন নেইমার!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
শেষ ম্যাচে থাকছেন নেইমার!

ঢাকা: আগামী শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের পোস্টারবয় নেইমার উপস্থিত থাকছেন বলে জানিয়েছেন দলটির ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা।

আরসেভেন.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগো পাইভা নামে ওই কর্মকর্তা বলেন, তৃতীয় স্থ‍ান নির্ধারণী ম্যাচে নেইমার উপস্থিত থাকবেন।

দলের খেলোয়াড়দের মনোবল বৃদ্ধির জন্যই মাঠে উপস্থিত থাকবেন তিনি।

গত ৪ জুলাই কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে জুনিগারের রাফ ট্যাকলে মেরুদণ্ডের তৃতীয় কশেরুকায় গুরুতর আঘাত পান নেইমার। এ কারণে, সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও নামা তার জন্য অনিশ্চিত।

নেইমারের অনুপস্থিতি দলের খেলোয়াড়দের মানসিকভাবে বির্পযস্ত করে। আর তাতেই জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিলিয়ানরা।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।