ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফাইনালে টাইব্রেক চান না শাকিরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
ফাইনালে টাইব্রেক চান না শাকিরা

ঢাকা: ফাইনালে কে জিতবে বিশ্বকাপ, এমন প্রশ্ন করা হলে কলম্বিয়ান পপ তারকা শাকিরা কোনো দলের নাম না বললেও, তিনি চান এবারের বিশ্বকাপ ফাইনাল যেন পেনাল্টি শুটআউটে শেষ না হয়।

মারাকানার রিও ডি জেনিরোর ফাইনালে বিশ্বকাপ ফুটবলে তৃতীয়বারের মতো মাতাবেন শাকিরা।

১৮ মিনিটের জন্য পারফর্ম করবেন তিনি।

শাকিরা জানান, ফুটবল তার জীবনকে বদলে দিয়েছে। চার বছর আগের বিশ্বকাপে তিনি পারফর্ম করেছিলেন। সে সময় তার সঙ্গে পরিচয় হয় স্পেনের তারকা ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে। এ জুটির বর্তমানে মিলান নামের ১৮ মাস বয়সী পুত্র রয়েছে।


শাকিরা বলেন, ‘ফুটবল আমার জীবনকে অনেকভাবে বদলে দিয়েছে। আমার জীবনে ফুটবল বিভিন্ন উপায়ে প্রভাব ফেলেছে। ২০১০ সালে এই ফুটবলের জন্য আমি আমার ভালবাসা খুঁজে পেয়েছি। ফুটবলের জন্য যদি আমি না আসতাম, তবে মিলানকে আজ আমার জীবনে পেতাম না। ’

নিজের ভালবাসার মানুষটির দেশ (স্পেন) বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকে। নিজের দেশ (কলম্বিয়া) বিদায় নিয়েছে নক আউট পর্ব থেকে। তারপরও ফুটবলের টানে তিনি মাঠে ছুটে আসবেন বলে জানিয়েছেন শাকিরা।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।