ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শ্রেষ্ঠত্ব প্রমাণের বড় সুযোগ মেসির সামনে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
শ্রেষ্ঠত্ব প্রমাণের বড় সুযোগ মেসির সামনে লিওনেল মেসি

ঢাকা: আর্জেন্টিনা সুপার স্টার লিওনেল মেসির সামনে বড় সুযোগ নিজেকে অন্য উচ্চতায় প্রমাণ করার জন্য। রবিবার ফাইনালে জার্মানির বিপক্ষে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে মেসি।

বার্সালোনা তারকার একটি গোলেই হয়তো বদলে যাবে শ্রেষ্ঠত্ব প্রমাণের সব বিতর্ক।

১৯৫৮ সালে ১৭ বছরের পেলে, ২০১০ সালের আন্দ্রে ইনিয়েস্তা, দিয়াগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদো এই সব বিশ্বকাপের ফাইনালের মহা তারকাদের সাথে তার নামটাও দেখা যাবে।


শেষ ছয় বছর মেসির কারিশমা ন্যূ ক্যাম্প দেখেছে। তাকে ছোট করার কোনো সুযোগ নেই, তবে বিশ্বকাপ জিতলে এক অনন্য উচ্চতায় তাকে দেখবে বিশ্ববাসী।

২৮ বছর আগে ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে সর্বশেষ শিরোপা জিতেছিল। এবার মেসি আকাশী সাদা জার্সির ১০ নম্বর মর্যাদা কতটা রাখতে পারবে সেটাই বড় বিষয়। এই ম্যাচেই মেসি নিজেকে কিংবদন্তি হওয়ার বড় সুযোগটাকে কাজে লাগাতে চাইবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।