ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অবশেষে ট্রফির স্বপ্ন লিচেস্টার কোচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
অবশেষে ট্রফির স্বপ্ন লিচেস্টার কোচের ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্নের কথা খোলাখুলি ভাবে জানালেন লিচেস্টার সিটি কোচ ক্লাউদিও রানিয়েরি। দ্বিতীয়স্থানে থাকা টটেনহাম থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিচেস্টার।

 

আগামী সোমবার সোয়ানসি সিটিকে আতিথিয়েতা জানাবে ফক্সরা। আর এ ম্যাচ জিতলে নিজেদের ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়ের আরও এক ধাপ এগিয়ে যাবে দলটি।

 

এদিকে চলতি মৌসুমের বেশিরভাগ সময় রানিয়েরি জানিয়েছিলেন তার দলের ৪০ পয়েন্ট হলে চলবে। তবে ইতোমধ্যে তার শিষ্যরা ৭৩ পয়েন্ট অর্জন করে ফেলেছে। আর আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগও তাদের নিশ্চিত হয়েছে। সেই সঙ্গে এবারের ট্রফির স্বাদ পেতে চান এ ইতালিয়ান।

রানিয়েরি বলেন, ‘আমরা চ্যাম্পিয়নস লিগে পৌছে গেছি, এটা দারুণ ব্যাপার। দলের সমর্থক, স্টাফ ও খেলোয়ারড়ের ধন্যবাদ জানাই। এটা আমাদের জন্য দারুণ একটি অর্জন। আর বর্তমানে আমরা লিগ শিরোপা জিততে চাই। ’

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।