ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সুয়ারেজের চার গোলে টেবিলের শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
সুয়ারেজের চার গোলে টেবিলের শীর্ষে বার্সেলোনা ছবি: সংগৃহীত

ঢাকা: লুইস সুয়ারেজের চারগোলে স্প্যানিশ লা লিগায় স্পোর্টিং গিজনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর থেকে শীর্ষে উঠে এল কাতালান ক্লাব বার্সেলোন‍া।

দলের হয়ে দুটি অন্য দুটি গোল করেছেন লিওনেল মেসি ও নেইমার।


 
এরআগে রোববার (২৪ এপ্রিল) বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে, প্রথমার্ধের ১২ মিনিটে গিজনের ডি-বক্স সিমানা থেকে মাথার জোড়ালো ছোঁয়ায় জালে বল জড়িয়ে কাতালানদের ১-০ তে লিড এনে দেন মেসি।
 
মেসির গোলে পিছিয়ে পড়া স্পোর্টি এরপর চেয়েছে খেলায় ফিরতে। সেই লক্ষ্যে আক্রমনও চালিয়েছে বেশ।
 
তেমনই এক আক্রমন দেখা গিয়েছিলো প্রথমার্ধ শেষের মাত্র ১মিনিট আগে। মাঝমাঠ থেকে দারুণ এক গোছালো আক্রমন রচনা করে বল বার্সা গোলবারের একবারে সামনে নিয়ে আসে স্পোর্টিং আক্রমন ভাগ। কিন্তু শেষ পর্যন্ত পিকে ও মাশেরানোদোর গড়া রক্ষনের করণে শেষ পর্যন্ত তাঁরা গোল বঞ্চিত হয়।
 
ফলে, ১-০ তে এগিয়ে থেকেই প্রথামার্ধ শেষ করে মেসি- নেইমাররা।
 
দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার বাড়ায় বার্সেলোনা। ফলাফলও  পেয়ে যায় একেবারে হাতে নাতে। কেননা দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে মেসি ও ইনিয়েস্তার এগিয়ে দেয়া বল থেকে গিজন জালে বল ঠেলে দিয়ে ব্যবধান দ্বিগুন করেন লুইস সুয়ারেজ।     
 
এরপর ৭৪ আবার সুয়ারেজ ম্যাজিক। এবারের গোলটি অবশ্য পেনাল্টি থেকে। আর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০ এর ব্যবধানে এগিয়ে দিয়ে হ্যাট্টিকের স্বপ্নের জাল বুনতে থাকেন এই উরুগুয়ান ব্যাড বয়।
 
স্বপ্ন এদিন শুধু স্বপ্নই থাকলো না। সুয়ারেজের কাছে বাস্তব হয়েই ধরা দিলো। কেননা এর তিন মিনিট পরেই আবার পেনাল্টি পায় বার্সেলোনা। আর সেই পেনাল্টি থেকে দারুণ এক আত্নবিশ্বাসী শটে গিজনের গোল রক্ষকে সম্পূর্ণ পরাস্ত করে নিজের হ্যাট্টিক পূরণ করে কাতালানদের ৪-০ এর ব্যবধান দেন সুয়ারেজ।
 
মেসি সুয়ারেজদের দিনে থেমে ছিলেন না নেইমারও। ৮৫ মিনিটে ম্যাচের তৃতীয় পেনাল্টি পায় বার্সেলোনা। আর সেই পেনাল্টি তেকে নিখুঁত শটে জালে বল জড়িয়ে দলকে ৫-০ এর ব্যবধান এনে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  
 
এরপর খেলা শেষের মাত্র ২ মিনিট আগে আবার দারুণ এক গোল সফরকারীদের জালে ঠেলে দিয়ে ৬-০ এর বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বার্সেলোনা।  

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এইচএল   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।