ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সেই ভক্তের সঙ্গে দেখা করলেন তেভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
সেই ভক্তের সঙ্গে দেখা করলেন তেভেজ ছবি: সংগৃহীত

ঢাকা: মাঠের খেলায় সমর্থকদের মন জয় করেছেন। এবার মাঠের বাইরের কাজে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন ব্যক্তি কার্লোস তেভেজ।

ভয়ঙ্কর হামলার শিকার এক নারী পুলিশ অফিসার ভক্তের স্বপ্ন পূরণ করেছেন আর্জেন্টাইন তারকা।

গত বছরের জুলাইয়ে কয়েকজন দুষ্কৃতকারীর হামলার শিকার হন মারিয়া বেলেন গঞ্জালেস। তার কাছ থেকে পিস্তল ছিনিয়ে নেয়ার চেষ্টা চালানো হয়। তিন তিনবার এমন আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে আহত হন তিনি।

চিকিৎসাধীন অবস্থায় তেভেজের সঙ্গে দেখা করার স্বপ্নের কথা জানান মারিয়া বেলেন গঞ্জালেস। অবশেষে তার চাওয়াটা পূর্ণতা পেল। জানা যায়, মারিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে হামলার বিষয়ে জানার পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়ার সময়সীমা সম্পর্কে অবগত হন তেভেজ।

বোকা জুনিয়র্সের ট্রেনিং কমপ্লেক্সে মারিয়া ও তার পরিবারের সঙ্গে দেখা করেন তেভেজ। পুলিশ অফিসার ভক্তকে অটোগ্রাফসহ নিজের একটি জার্সি উপিহার দেন সাবেক জুভেন্টাস তারকা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রির ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।