ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

লিচেস্টার গোলরক্ষকে চোখ বার্সার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
লিচেস্টার গোলরক্ষকে চোখ বার্সার ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনার দৃষ্টি কেড়েছেন ইংলিশ ‘জায়ান্ট’ লিচেস্টার সিটির গোলরক্ষক ক্যাসপার স্মেইকেল। সামার ট্রান্সফার উইন্ডোতে (গ্রীষ্মকালীন দলবদলের বাজার) তাকে দলে ভেড়াতে চোখ রাখছে স্প্যানিশ জায়ান্টরা।

ইংলিশ ট্যাবলয়েড ‘দ্য সান’র বরাত দিয়ে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘মাকা’ এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, মার্ক আন্দ্রে টার স্টেগেনের ন্যু ক্যাম্প ছাড়ার গুঞ্জনে নড়েচড়ে বসেছে বার্সা। বড় অঙ্কের চুক্তিতে স্মেইকেলকে ভাগিয়ে আনতে চাইছে গত আসরের ট্রেবল জয়ীরা। ডেনিশ গোলরক্ষককে পেতে কাতালানরা ১৫ মিলিয়ন পাউন্ড দর হাঁকাতে পারে বলে জানা গেছে।

চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে থাকা স্মেইকেল লিচেস্টারের হয়ে লিগ শিরোপা জয়ের প্রহর গুনছেন। এখন পর্যন্ত ১৪টি ‘ক্লিন শিট’ (১৪ ম্যাচে প্রতিপক্ষকে গোলহীন রাখা) করে এ তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন ২৯ বছর বয়সী এ ডেনিশ গোলরক্ষক। ম্যানইউর ডেভিড ডি গিয়া ও ম্যানসিটির জো হার্টও ১৪টি করে ক্লিন শিটে নাম লেখিয়েছেন।

বার্সা চাইলেই কী স্মেইকেলকে দলে টানতে পারবে? লড়তে হবে পেপ গার্দিওলার (চলতি মৌসুম শেষেই কোচের দায়িত্ব নেবেন) ম্যানচেস্টার সিটি ও ইয়োর্গেন ক্লপের লিভারপুলের সঙ্গে। শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পে পরবর্তী গন্তব্য হলে স্মেইকেলকে কিন্তু নাম্বার ওয়ান জার্সির জন্য ক্লদিও ব্রাভোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে।

ইংলিশ লিগে এক কথায় অবিশ্বাস্য চমক উপহার দেওয়া লিচেস্টার এখন তো জায়ান্ট টিমেই পরিণত! পাঁচ পয়েন্টের লিড নিয়ে তারা নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে ছুটছে। মৌসুম শেষ করতে লিচেস্টারের সামনে আর মাত্র চারটি ম্যাচ বাকি।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।