ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বর্ষসেরার পুরস্কার জিতলেন লিচেস্টারের মাহরেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
বর্ষসেরার পুরস্কার জিতলেন লিচেস্টারের মাহরেজ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রিমিয়ার লিগ লিডার লিচেস্টার সিটির হয়ে দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কারটাও পেয়ে গেলেন রিয়াদ মাহরেজ।  ইংলিশ ফুটবলে চলতি মৌসুমের সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতেছেন ২৫ বছর বয়সী এ আলজেরিয়ান উইঙ্গার।

পিএফএ (প্রফেশনাল ফুটবলার’স অ্যাসোসিয়েশন) বর্ষসেরা হওয়ার দৌড়ে টটেনহামের হ্যারি কেন, ওয়েস্ট হামের দিমিত্রি পায়েত, আর্সেনাল তারকা মেসুত ওজিল, দুই ক্লাব সতীর্থ এন গোলো কান্তে ও জ্যামি ভার্ডিকে পেছনে ফেলেন মাহরেজ। গতবার সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন চেলসির এডেন হ্যাজার্ড।

লন্ডনের গ্রসভেনর হোটেলে জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌসুমের সেরা খেলোয়াড়ের ট্রফি হাতে নেন মাহরেজ।  লিচেস্টারের হয়ে দুর্দান্ত এক মৌসুম উপভোগ করছেন তিনি। এখন পর্যন্ত ৩৪টি লিগ ম্যাচে ১৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ১১টি। মাহরেজের মতোই দুর্দান্ত গতিতে ছুটছে লিচেস্টার। নিজেদের ক্লাব ইতিহাসে তারা এখন প্রথমবারের মতো লিগ শিরোপা উৎসবে মাতার প্রহর গুনছে!

অন্যদিকে, বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের খেতাব জেতেন পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা টটেনহামের ডেলি আলী। স্পারসের জার্সিতে ১০টি গোলের পাশাপাশি নয়টি অ্যাসিস্ট করে দুর্দান্ত মৌসুম পার করছেন ২০ বছর বয়সী এ ইংলিশ মিডফিল্ডার।

বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতিস্বরুপ পিএফএ মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত হন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগস। বর্তমানে তিনি রেড ডেভিলসদের কোচ লুইস ফন গালের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ম্যানইউর হয়ে (১৯৯০-২০১৪) খেলার সময় ২০০৯ সালে বর্ষসেরা ও ১৯৯২, ১৯৯৩ সালে পরপর দু’বার সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন গিগস।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।