ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

শিরোপা দৌড়ে পিছিয়ে পড়লো টটেনহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৬, এপ্রিল ২৬, ২০১৬
শিরোপা দৌড়ে পিছিয়ে পড়লো টটেনহাম ছবি:সংগৃহীত

ঢাকা: তীরে এসে তরী ডুবালো টটেনহাম হটস্পার। ঘরের মাঠে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে বড় ধাক্কাই খেল দলটি।

সোমবার রাতে হোয়াইট হার্ট লেনে ব্রমউইচকে আতিথিয়েতা দেয় টটেনহাম। ম্যাচের ৩৩ মিনিটে বিপক্ষ ফুটবলার ক্রেইগ ডসনের আত্মঘাতি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় হ্যারি কেনরা।

কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে সেই ডসন আবারও গোল করেন। তবে এবার নিজ দল ব্রমউইচের হয়ে। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে কপাল পোড়ে স্পারদের।

৩৫ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানেই রইল স্পার। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিচেস্টার সিটি। দু’দলেরই এ মৌসুমে আর তিনটি করে ম্যাচ রয়েছে। ফলে হিসেব মতে লিচেস্টার নিজেদের পরের ম্যাচে জয় পেলেই শিরোপা উৎসবে মাতবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।