ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

রেকর্ড ছুঁয়ে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, এপ্রিল ৩০, ২০১৬
রেকর্ড ছুঁয়ে পিএসজির জয় ছবি:সংগৃহীত

ঢাকা: জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে রেনেসের বিপক্ষে ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। আর এ জয়ের ফলে নিজেদের ক্লাব ‍ইতিহাসে আগের রেকর্ড পয়েন্ট স্পর্শ করলো দলটি।

দলের হয়ে অন্য গোল দুটি করেন, ম্যাক্সওয়েল ও এডিনসন কাভানি।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ইতিমধ্যে চ্যাম্পিয়নের মুকুট পড়া পিএসজি ২০১৩-১৪ মৌসুমের রেকর্ড ছুঁলো। যেখানে তারা ৮৯ পয়েন্ট অর্জন করেছিলো। তবে এবার দলটির পয়েন্ট আরও বাড়ানোর সুযোগ রয়েছে। কারণ লিগে আরও তিনটি ম্যাচ বাকি রয়েছে তাদের।

লরা ব্লার শিষ্যরা বর্তমানে কাপ ডি ফ্রান্সের ফাইনালে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেখানে তাদের প্রতিপক্ষ মার্শেই। এছাড়া গতবারের মতো এবারও ঘরোয়া ট্রেবল জয়ের ব্যাপারে আশাবাদী দলটি।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।