ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

পোটনকে সমর্থন দেননি আ জ ম নাছির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, এপ্রিল ৩০, ২০১৬
পোটনকে সমর্থন দেননি আ জ ম নাছির ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এবারের নির্বাচনে  বাঁচাও ফুটবল পরিষদের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান পোটনকে সমর্থন দেননি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির।

শনিবার (৩০ এপ্রিল) সকাল থেকেই গুঞ্জন উঠে বাঁচাও ফুটবল পরিষদের সভাপতি প্রার্থী কামরুল আশরাফকে নাকি সমর্থন দিয়েছেন নাছির।

তবে, আগের অবস্থানে রয়েছেন বলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি নাছির।

বিষয়টি সম্পূর্ণই গুজব উল্লেখ করে তিনি জানান, ‘পোটনকে সমর্থন নিয়ে কেউ যদি মিথ্যাচার করে থাকে সেটা উদ্দেশ্য প্রনোদিত। যা সম্পূর্ণই ভিত্তিহীন ও পরিষ্কার মিথ্যাচার। ’

বেশ কিছুদিন ধরে মিডিয়া পাড়ায় একটি খবর চাউর হয় যে, আ জ ম নাছির কামরুল আশারাফ খান পোটনকে সমর্থন দিয়েছেন। শনিবার সকাল থেকেই একটি পক্ষ বিষয়টিকে আবারো ছড়িয়ে দেয়।

অথচ, গেল ২১ এপ্রিল বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে হাজির হয়ে সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মো: সালাহউদ্দিনকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার কথা জানান আ জ ম নাছির।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।