ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

মেসির সঙ্গে ‘এলিট ক্লাবে’ সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, মে ২, ২০১৬
মেসির সঙ্গে ‘এলিট ক্লাবে’ সুয়ারেজ

ঢাকা: দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন লুইস সুয়ারেজ। বার্সেলোনার হয়ে একের পর এক গোল করে সমর্থকদের প্রত্যাশা পূরণ করছেন এ স্ট্রাইকার।

সর্বশেষ বার্সার হয়ে চলতি মৌসুমে লা লিগায় ৩৫তম গোল করে নতুন রেকর্ডে পা রাখলেন এ উরুগুইয়ান।

সুয়ারেজ বর্তমানে কাতালান ক্লাবটির দ্বিতীয় কোন ফুটবলার যিনি এক মৌসুমে ৩৫ গোলের মাইলফলক ছুঁয়েছেন। এর আগে বার্সারই সেরা তারকা লিওনেল মেসি তিনটি মৌসুমে ৩৫ বা তারও বেশি গোল করার রেকর্ড গড়েছিলেন।

শনিবার রাতে রিয়াল বেটিসের বিপক্ষে বার্সার ২-০ গোলে জয়ের ম্যাচে একটি গোল করেছিলেন সুয়ারেজ। ফলে লা লিগার ষষ্ঠ ফুটবলার হিসেবে এলিট ক্লাবে যোগ দেন তিনি। মেসি ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সর্বোচ্চ তিন মৌসুমে ৩৫টির বেশি গোল করেছিলেন।

অন্যদিকে ১৯৮৯-৯০ মৌসুমে হুগো সানচেজ, ১৯৮৮-৮৯ মৌসুমে ব্লাটাজার ও ৯৫০৫১ মৌসুমে তেমো জারা ৩৫টি গোল করার রেকর্ড গড়েছিলেন।

শনিবারের জয়ের ফলে বার্সা লিগ টেবিলের শীর্ষেই রইল (৮৫ পয়েন্ট)। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের পিছিয়ে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ রয়েছে দ্বিতীয় অবস্থানে। আর এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৮৪। লিগে আর দুটি ম্যাচ খেলতে পারবে তারা।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ০২ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।