ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৭, মে ১২, ২০১৬
শেষ মুহূর্তের গোলে হার এড়ালো লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের হেভিওয়েট ম্যাচে অন্তিম মুহূর্তে গোল হজম করে লিভারপুলের কাছে পয়েন্ট হারালো চেলসি।

ম্যাচের ৯২ মিনিটে লিভারপুলের স্ট্রাইকের ক্রিস্টিয়ান বেনতেকে গোল করে ম্যাচে সমতা (১-১) আনেন।

সেইসঙ্গে দলকে পরাজয়ের লজ্জা থেকে রক্ষা করেন।

নির্ধারিত সময়ে ১-০ গোলে এগিয়ে ছিল চেলসি। ম্যাচের ৩২ মিনিটে চেলসির হয়ে একমাত্র গোলটি করেন বেলজিয়ামের ফুটবলার ইডেন হ্যাজার্ড।

আক্রমণ-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে ম্যাচ গড়ালেও দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি  কোনো দলই।

অতিরিক্ত সময়ের জন্য বরাদ্দকৃত চার মিনিটের দ্বিতীয় মিনিটেই বেনতেকের পা থেকে আসা গোলে হোম ভেন্যুতে নিশ্চিত হারের লজ্জা এড়ায়  লিভারপুল। জয়ের এত কাছে গিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

এদিকে, এই ড্রয়ের ফলে লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে পারলো না চেলসি। পয়েন্ট ব্যবধানেই ১০-ই থাকছে। লিগে সমান ৩৭ ম্যাচে চেলসির ৪৯ আর লিভারপুলের পয়েন্ট ৫৯।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।