ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

পিএসজিতে কোচ হয়ে ফিরবেন ইব্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, মে ১৩, ২০১৬
পিএসজিতে কোচ হয়ে ফিরবেন ইব্রা ছবি: সংগৃহীত

ঢাকা: এ মৌসুম শেষেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু, ফরাসি চ্যাম্পিয়নরা এক ঘোষণায় বলেছে, খেলোয়াড়ী জীবন শেষে কোচ হিসেবে ঠিকই প্যারিসে ফিরে আসবেন সুইডিশ তারকা।

নিজের ফেসবুক পেজে চলতি মৌসুম শেষে পিএসজি অধ্যায়ের ইতি টানার বিষয়টি প্রকাশ করেন ইব্রাহিমোভিচ, ‘পার্ক ডেস প্রিন্সেসে (পিএসজির হোম ভেন্যু) এটাই (নান্টেসের বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচ) হবে আমার শেষ ম্যাচ। আমি এখানে একজন কিং হিসেবে এসেছিলাম, একজন কিংবদন্তির মতো বিদায় নিচ্ছি। ’

শনিবার(১৪ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় পিএসজিতে ইব্রার বিদায়ী ম্যাচটি শুরু হবে।

অফিসিয়াল বিবৃতিতে পিএসজি নিশ্চিত করে, খেলোয়াড়ী জীবন শেষে প্যারিসে ফেরার ব্যাপারে রাজি হয়েছেন ইব্রামোভিচ। বলা হয়, ‘ক্লাব ও খেলোয়াড় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৬’র ৩০ জুন পর্যন্ত দু’পক্ষ একত্রিত থাকবে। ইব্রাহিমোভিচ তার খেলোয়াড়ী জীবন শেষে কোচের পদ নিয়ে ক্লাবে ফিরতে রাজি হয়েছেন। ’

ইব্রাহিমোভিচের কাছে চিরকাল গভীরভাবে কৃতজ্ঞ থাকবে পিএসজি। তাদের ক্লাব ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার ৩৪ বছর বয়সী সুইডিশ আইকন। ২০১২ সালে চার বছরের চুক্তিতে প্যারিসে পাড়ি জমান সাবেক বার্সেলোনা তারকা। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারদের তালিকা করলে ইব্রার নামটাও উঠে আসবে। বলা হয়ে থাকে, পিএসজিকে ইউরোপের অন্যতম বড় ক্লাবে পরিণত করার পেছনে বড় অবদান রাখেন ইব্রাহিমোভিচ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।