ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

অঘটনের শিকার ইংলিশদের ইউরো শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, জুন ২৮, ২০১৬
অঘটনের শিকার ইংলিশদের ইউরো শেষ ছবি:সংগৃহীত

ঢাকা: ইউরো ২০১৬ চ্যাম্পিয়নসশিপে অঘটনের শিকার হলো ইংল্যান্ড। দুর্বল আইসল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে শেষ ষোল থেকে বিদায় নিল রয় হজসনের শিষ্যরা।

 

মঙ্গলবার নাইসের অ্যালিয়াঞ্জ রিভিয়েরায় মুখোমুখি হয় দু’দল। তবে ম্যাচে দুর্বল প্রতিপক্ষ পাওয়া কিছুটা স্বস্তি নিয়েই খেলতে নামে থ্রি-লায়ন্সরা। কিন্তু খেলার প্রথমার্ধেই পিছিয়ে পড়লে ম্যাচে আর ফেরা হয়নি ইংল্যান্ডের।

এদিন ম্যাচের মাত্র চার মিনিটেই ইংলিশদের অবশ্য এগিয়ে নেন দলের সেরা তারকা ওয়েন রুনি। পেনাল্টি থেকে তিনি ১-০তে লিড নেন। তবে মাত্র দুই মিনিট পরেই গোল পরিশোধ করে আইসল্যান্ড। রাগনার সিগুরসন দলকে সমতায় ফেরান।

ম্যাচের ১৮ মিনিটে আইসল্যান্ড নিজেদের জয়সূচক গোলটির দেখা পায়। কোলবেইন সিগপোরসনের গোলে উৎসব করতে থাকে পুঁচকে দলটি। পরে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আইসল্যান্ড।

বিরতির পর ম্যাচে বেশ কয়েকবার আক্রমণ চালায় ইংল্যান্ড। তবে আইসল্যান্ডের রক্ষণের কাছে বার বার পরাস্থ হয় স্টারলিং, কেনরা। আর খেলার বাকি সময় আর কোন গোল না হওয়ায় ২-১ ব্যবধানের হার নিয়েই এবারের আসর শেষ করে হজসন শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ২৮ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।