ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

সেভিয়ার কোচ সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, জুন ২৮, ২০১৬
সেভিয়ার কোচ সাম্পাওলি জর্জ সাম্পাওলি (বামে)/ছবি: সংগৃহীত

ঢাকা: চিলির প্রথম কোপা আমেরিকা জয়ী কোচ জর্জ সাম্পাওলি এবার সেভিয়ার কোচের দায়িত্বে। ৫৬ বছর বয়সী এ আর্জেন্টাইনের সঙ্গে দু’বছরের চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি।

হ্যাটট্রিক ইউরোপা লিগের শিরোপা এনে দেওয়া ইউনাই এমেরির স্থলাভিষিক্ত হয়েছেন সাম্পাওলি।

গত বছর সাম্পাওলির হাত নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোপার শিরোপা জয়ের স্বাদ পায় চিলিয়ানরা। এ বছরের জানুয়ারিতে তিনি পদত্যাগ করেন। এবার তার সামনে ইউরোপিয়ান ক্লাবে কোচিং করানোর চ্যালেঞ্জ।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সাম্পাওলির ভূয়সী প্রশংসায় মাতে সেভিয়া। বলা হয়, সাবেক চিলিয়ান কোচকে ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় কোচদের একজন এবং ক্লাবের উন্নতি বজায় রাখার ব্যাপারেও তার পূর্ণ আস্থা জ্ঞাপন করে ক্লাব কর্তৃপক্ষ। সেভিয়ার কোচ হিসেবে সাম্পাওলি কতটা সফল হবেন সেটিই এখন দেখার বিষয়!

গত মে মাসে লিভারপুলকে ‍হারিয়ে টানা তৃতীয়বারের মতো ইউরোপা লিগের শিরোপা উল্লাসে মাতে সেভিয়া। দশ বছরে পঞ্চম। কিন্তু মৌসুম শেষে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বসেন এমেরি। যার ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির কোচ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।