ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

পিএসজিতে কোচ ব্লা’র জায়গায় এমরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, জুন ২৯, ২০১৬
পিএসজিতে কোচ ব্লা’র জায়গায় এমরি ইউনাই এমরি-ছবি:সংগৃহীত

ঢাকা: প্যারিস সেন্ট জার্মেইর নতুন কোচ হিসেবে নাম লেখালেন ইউনাই এমরি। মঙ্গলবার ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন দলটির সঙ্গে দুই বছরের চুক্তি করেন স্প্যানিশ ক্লাব সেভিয়াকে টানা তিনটি ইউরোপা লিগ শিরোপা জেতানো এমরি।

 

এর আগে পিএসজি’র কোচ হিসেবে বেশ কয়েকবছর সফলতার সঙ্গে কাটিয়েছিলেন লরা ব্লা। তার অধীনে দলটি টানা দুই মৌসুমে ঘরোয়া ট্রেবল জিতেছিলো। তবে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে সফলতা না পাওয়া সরে দাঁড়ান তিনি।

এদিকে পিএসজি’র কোচ হওয়া এমরি বলেন, ‘প্যারিস সেন্ট জার্মেইর কোচ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। গত কয়েক বছর ধরে ইউরোপের শক্তিশালী দলগুলো মধ্যে একটি পরিণত হয়েছে পিএসজি। ’

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ২৯ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।