ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

মেসির জন্য রোনালদোর আকুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, জুলাই ১, ২০১৬
মেসির জন্য রোনালদোর আকুতি রোনালদো ও লিওনেল মেসি/ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে লিওনেল মেসি আমাদের ত্যাগ করেছে। কথাটা ব্রাজিলের দু’বারের বিশ্বকাপ জয়ী রোনালদোর।

আর সবার মতোই তিনিও মনেপ্রাণে চাইছেন, মেসি যেন ফিরে আসেন। ‍

শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পরপরই পুরো ফুটবল বিশ্বকে হতবাক করে অবসরের ঘোষণা দিয়ে বসেন মেসি। টানা তিন বছরে তিনটি ফাইনালে হারটাই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর হৃদয় ভেঙে দিয়েছে!

উত্তরসূরিকে ফেরাতে ইতোমধ্যেই ‍মাঠে নেমেছেন দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট, বুয়েন্স আইরেসের মেয়র সহ তার অগণিত ভক্ত-সমর্থকদের একটাই চাওয়া, ‘ফিরে এসো মেসি’। রাজধানীতে মেসির একটি মূর্তিও উন্মোচন করা হয়েছে এবং প্রিয় তারকার অভিমান ভাঙাতে বুয়েন্স আইরেসের রাস্তায় বিশাল র‌্যালির আয়োজন করছে তার লাখো সমর্থক। দেশবাসীর আকুতি নিশ্চয়ই ফেরাতে পারবেন না মেসি!

এ কাতারে এবার সামিল হলেন ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো, ‘এটা মেসির একান্তই ব্যক্তিগত পছন্দ এবং আমাদের ‍তাতে সম্মান দেখাতে হবে। আমাদের সবার অনুভব হচ্ছে, অবসর নিয়ে মেসি আমাদের ত্যাগ করেছে। আশা করছি, সে তার সিদ্ধান্ত বদলে ফিরে আসবে। ’

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এমআরএম

** 
মেসিকে একা থাকতে দাও: ম্যারাডোনা
** মেসির সম্মানে বুয়েন্স আইরেসে মূর্তি উন্মোচন
** সিদ্ধান্ত বদলাবেন মেসি, বললেন সুয়ারেজ
** মেসিকে ফেরাতে রাস্তায় নামছে লাখো সমর্থক
** পেনাল্টি ‘নির্দয়’, মেসির প্রতি ব্রাজিল কোচের সমবেদনা
** মেসিকে ফেরাতে ম্যারাডোনা ও আর্জেন্টাইন প্রেসিডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।