ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

ইউরোর রেকর্ড বুকে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, জুলাই ৭, ২০১৬
ইউরোর রেকর্ড বুকে রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার হতে আর মাত্র একটি গোল দূরে ক্রিস্টিয়ানো রোনালদো। ওয়েলসের বিপক্ষে সেমিফাইনালে ২-০ ব্যবধানে জয়ের রাতে মিশেল প্লাতিনির রেকর্ড স্পর্শ করেন পর্তুগিজ অধিনায়ক।

রোনালদোর গোলেই লিড নেয় পর্তুগাল। এর মধ্য দিয়ে ২০০৪ ইউরোতে অভিষেকের পর ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে নিজের গোলসংখ্যাটা ৯-এ নিয়ে যান সিআর সেভেন। ছুঁয়ে ফেলেন ফ্রেঞ্চ কিংবদন্তি প্লাতিনির ৩২ বছরের পুরনো অর্জন।

ইউরোর ১৯৮৪ আসরেই ৯টি গোল করে ফ্রান্সকে শিরোপা এনে দিয়েছিলেন প্লাতিনি। কে জানে! ফাইনালের মঞ্চেই হয়তো গোলের রেকর্ডটা শুধুই নিজের করে নেবেন তিনবারের ফিফা বর্ষসেরা।

এবারের আসরে আরো দু’টি মাইলফলক ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। রোনালদোই প্রথম খেলোয়াড় যিনি ইউরোর চারটি ভিন্ন আসরে গোল করেছেন এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তার ম্যাচ সংখ্যা ২০। ইতিহাসে আর কারোরই এমন কীর্তি নেই।

শুধু তাই নয়, প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার ইউরোর সেমিফাইনাল খেলার দৃষ্টান্ত স্থাপন করেন ৩১ বছর বয়সী রোনালদো।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।