ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

বার্সায় ব্রাজিলিয়ান উঠতি তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, জুলাই ৯, ২০১৬
বার্সায় ব্রাজিলিয়ান উঠতি তারকা ছবি: সংগৃহীত

ঢাকা: উদীয়মান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারলন সান্তোসকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ২০ বছর বয়সী এ সেন্টার ব্যাক জেরার্ড লোপেজের অধীনে ‘বি’ দলের হয়ে প্রাক মৌসুম প্রস্তুতিতে খেলবেন।

ফ্লমিনেন্স থেকে স্থায়ী চুক্তির বিকল্প রেখে সান্তোসের সঙ্গে ছয় মাসের ধারের চুক্তি করেছে বার্সা। ২০১৬-১৭ মৌসুম সামনে রেখে একজন তরুণ ডিফেন্ডার স্কোয়াডে রাখতে চেয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।

এর আগে কলম্বিয়ান ডেভিনসন সানচেজ ছিল প্রথম পছন্দ। কিন্তু ন্যু ক্যাম্পে না এসে ডাচ ক্লাব আয়াক্সকে বেছে নেন সান্তোসের সমবয়সী। এরপরই ব্রাজিলিয়ানের দিকে দৃষ্টি দেয় লুইস এনরিকের বার্সা এবং ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি সম্পন্নও করে ফেললো কাতালানরা।

ফ্লুমিনেন্সের যুব একাডেমিতেই সান্তোসের বেড়ে ওঠা। ব্রাজিলিয়ান ক্লাবটির মূল দলের হয়ে তিনি প্রায় ৭০টি ম্যাচে মাঠে নামেন। সেলেকাওদের বয়সভিত্তিক টিমে খেললেও তাকে রিও অলিম্পিকের (৫ আগস্ট শুরু) স্কোয়াডে রাখা হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।