ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

মরিনহোর ইউরো উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, জুলাই ১১, ২০১৬
মরিনহোর ইউরো উদযাপন ছবি: সংগৃহীত

ঢাকা: নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জিতেছে পর্তুগাল। রোনালদোদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জয়ে বেশ উচ্ছ্বসিত হোসে মরিনহো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জানান দিয়েছেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত পর্তুগিজ কোচ।

 

ফ্রান্সের ন্যাশনাল স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ঐতিহাসিক শিরোপা নিশ্চিত করে পর্তুগাল। দূরপাল্লার শটে পর্তুগিজ দর্শকদের উল্লাসে ভাসান বদলি হিসেবে নামা ফরোয়ার্ড এডার।

দলের অবিস্মরণীয় জয়ের দিনে শুরুতেই দলের সেরা অস্ত্রকে হারান কোচ ফার্নান্দো সান্তোস। হাঁটুতে মারাত্মক আঘাত পেয়ে ২৫ মিনিটের মাথায় মাঠ ছাড়েন অশ্রুসিক্ত রোনালদো। তবে সাইডলাইনে থেকেই ম্যাচের শেষ অবধি সতীর্থদের উৎসাহ ও অনুপ্রাণিত করে যান তিনবারের ফিফা বর্ষসেরা। শেষ পর্যন্ত বিজয়ীর বেশেই ট্রফি হাতে বাধঁভাঙা উৎসবে মাতেন সিআর সেভেন।

নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে দেশের ঐতিহাসিক শিরোপা জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মরিনহো। পর্তুগালের উত্তরীয় হাতে একটি ছবি আপলোড করে ক্যাপশন জুড়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ, ‘যদি আপনারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নের দেশ ভ্রমনে যেতে চান তবে পর্তুগালে যান। ’

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।