ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

চেলসিতে আরো চার বছর ব্রাজিলিয়ান উইলিয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, জুলাই ১৩, ২০১৬
চেলসিতে আরো চার বছর ব্রাজিলিয়ান উইলিয়ান ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে চেলসির মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। দুর্দান্ত ফর্মে থাকা উইলিয়ানের সঙ্গে চুক্তি নবায়নের কাজটাও সেরে ফেললো ইংলিশ জায়ান্টরা।

২০২০ পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকছেন ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

উইলিয়ানের সঙ্গে চার বছরের নতুন চুক্তি সম্পন্ন করেছে চেলসি। যার মেয়াদ ২০১৯-২০ মৌসুম পর্যন্ত। নতুন মৌসুম সামনে রেখে ইতোমধ্যেই বেলজিয়ান তরুণ ফরোয়ার্ড মিকি বাতসুয়াইকে দলে ভিড়িয়েছে ব্লুজরা। কিন্তু নতুন কোচ অ্যান্তোনিও কন্তের অধীনে প্রথমেই উইলিয়ানের সঙ্গে চুক্তি নবায়ন করলো ক্লাব কর্তৃপক্ষ। ইউরোর কোয়ার্টার ফাইনালে ইতালির বিদায়ের পর গত সোমবার (১১ জুলাই) আনুষ্ঠানিকভাবে চেলসির দায়িত্ব কাঁধে নেন কন্তে।

ভুলে থাকার মতোই ২০১৫-১৬ মৌসুম পার করে আগেরবারের চ্যাম্পিয়ন চেলসি। তবে উইলিয়ানের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাইতো ক্লাবের প্লেয়ার এন্ড প্লেয়ার্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ওঠে তার হাতেই। ২০১৩ সালে চেলসিতে পাড়ি জমানোর পর ক্রমেই ব্লুজদের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হন প্রতিভাবান এ উইঙ্গার।

চেলসিতে নতুন চুক্তি সই করে বেশ উচ্ছ্বসিত উইলিয়ান। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে নিজের অনুভূতি প্রকাশ করেন, ‘চেলসির সঙ্গে নতুন চুক্তি করতে পেরে আমি খুবই খুশি। পরবর্তী চার বছর এই ক্লাবের হয়ে থাকতে পারাটা স্বপ্নের মতো। টিমকে আরো বেশি ট্রফি জেতাতে সর্বোচ্চ চেষ্টাই করবো। ’

‘তিন বছর আগে এখানে যোগ দেওয়ার পর থেকেই অসাধারণ সময় কাটছে। টাইটেল জিতেছি এবং গত মৌসুমে চেলসির সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছি। আশা করছি, নতুন মৌসুমে ধারাবাহিকতা বজায় রেখে আরো বেশি সাফল্য অর্জন করতে পারবো। ’-যোগ করেন উইলিয়ান।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ‍জুলাই ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।