ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

লুকাস ডিগনেকে দলে ভেড়ালো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, জুলাই ১৪, ২০১৬
লুকাস ডিগনেকে দলে ভেড়ালো বার্সা ছবি:সংগৃহীত

ঢাকা: প্যারিস সেন্ট জার্মেই থেকে ডিফেন্ডার লুকাস ডিগনেকে দলে ভেড়ালো বার্সেলোনা। তাকে নিতে কাতালান ক্লাবটির খরচ পড়েছেন ১৬.৫ মিলিয়ন ইউরো।

তবে পরিমাণটি আর চার মিলিয়ন ইউরো বাড়তে পারে।

২২ বছর বয়সী লুকাস পিএসজি থেকে ধারে রোমায় খেলতে গিয়েছিলো। আর সেখানে গিয়েই দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। তাই পাঁচ বছরের চুক্তিতে বাই-আউট ক্লসে ৬০ মিলিয়ন ইউরোতে দলে নেয় বার্সা।

লুকাস ফ্রান্স জাতীয় দলের হয়েও খেলেছেন। এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলা এ লেফট-ব্যাক সদ্য ঘরের মাঠে ইউরোতেও ছিলেন। যেখানে ফ্রেঞ্চরা রানারআপ হয়েছিল।

নতুন মৌসুমে বার্সা এর আগে স্যামুয়েল উমতিতি ও ডেনিস সুয়ারেজকেও দলে নিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।