ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

বিশ্বসেরা ক্লাবেও হতাশ অ্যালেক্স সং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, জুলাই ১৬, ২০১৬
বিশ্বসেরা ক্লাবেও হতাশ অ্যালেক্স সং

ঢাকা: ২০১২ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় নাম লেখানো ক্যামেরুনের তারকা মিডফিল্ডার অ্যালেক্স সং কিছুটা হতাশ হয়েই বিশ্বের সেরা ক্লাবটি থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। স্প্যানিশ চ্যাম্পিয়নদের ছেড়ে রাশিয়ান ক্লাবে পাড়ি জমাতে চান এই ক্যামেরুনিয়ান।

 

২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইংলিশ ক্লাব আর্সেনালে খেলেছেন সং। এরপর বার্সায় খেললেও ক্যামেরুনের হয়ে ৪৯ ম্যাচ খেলা সংকে ২০১৪-১৫ মৌসুমে ইংলিশ ক্লাব ওয়েস্টহামে ধারে খেলতে পাঠায় কাতালানরা। পরের মৌসুমেও তাকে ধারে খেলায় ইংলিশ ক্লাবটি। ফলে, বার্সাতে একরকম উপেক্ষিতই থাকতে হয় সংকে। গত মৌসুমে এই মিডফিল্ডারকে মাত্র ১৫টি ম্যাচে মাঠে নামানো হয়।

জাতীয় দল থেকে ২০১৪ সালে অবসর নেওয়া ২৮ বছর বয়সী সং ক্যাম্প ন্যু ছেড়ে এবারে রাশিয়ায় পাড়ি জমাতে চান। যদিও তার সঙ্গে কাতালানদের চুক্তি রয়েছে ২০১৭ পর্যন্ত।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানায়, রাশিয়ান ক্লাব রুবিন কাজানে যোগ দেবেন সং।

অ্যালেক্স সং লিগ ওয়ানের ক্লাব বাস্তিয়ার হয়ে খেলেছেন ৩৫টি ম্যাচ। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল আর চার্লটন অ্যাতলেটিকের হয়ে খেলেছেন ২২৭টি ম্যাচ। বার্সার হয়ে তিনি মাঠে নামেন ৬৫টি ম্যাচে। আর কাতালানরা তাকে ধারে খেলতে পাঠালে ওযেস্টহামের হয়ে সং দুই মৌসুমে মাঠে নামেন মাত্র ৪৬টি ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।