ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

ম্যানইউ’র জয়ে শুরু করলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, জুলাই ১৭, ২০১৬
ম্যানইউ’র জয়ে শুরু করলেন মরিনহো ছবি:সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জয় দিয়ে শুরু করলেন কোচ হোসে মরিনহো। প্রাক মৌসুমে উইগানকে ২-০ গোলে হারালো রেড ডেভিলসরা।

ফলে নতুন দলে নিজের অভিষেকটা ভালোই হলো স্পেশাল ওয়ান খ্যাত এ তারকার।

সদ্য ইউরো ২০১৬ শেষে ফুটবলাররা আবারো জড়ো হয়েছে নিজ নিজ ক্লাবে। আর এদিন ডিডব্লিউ স্টেডিয়ামে মূল মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচে নেমে পড়ে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। যেখানে জয়ই শেষ হাসি হয় দলটির।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানইউকে লিড পাইয়ে দেন তরুণ উইল কেন। পরে ম্যাচের ৫৯ মিনিটে আন্দ্রেস পেরেইরা গোল করলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী দলটি।

গত মৌসুমে হোসে মরিনহো আরেক ইংলিশ জায়ান্ট চেলসির কোচ ছিলেন। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও ব্লুজদের বাজে পারফরম্যান্সের কারণে বহিষ্কৃত হন এই পর্তুগিজ। পরে ম্যানইউ’র কোচের আসনে বসেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।