ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

আনচেলত্তির অভিষেকে বায়ার্নের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, জুলাই ১৭, ২০১৬
আনচেলত্তির অভিষেকে বায়ার্নের কষ্টার্জিত জয় কার্লো আনচেলত্তি-ছবি:সংগৃহীত

ঢাকা: বায়ার্ন মিউনিখের হয়ে অভিষেকটা জয় দিয়ে শুরু করলেন কোচ কার্লো আনচেলত্তি। তবে প্রাক মৌসুমের এ ম্যাচে পঞ্চম সারির দল লিপসট্যাডের বিপক্ষে ৪-৩ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

আর ম্যাচের মাঝে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন স্ট্রাইকার আরিয়েন রোবেন।

শুরুটা অবশ্য দুর্দান্ত করে বায়ার্ন। খেলার প্রথমার্ধে জুলিয়ান গ্রিন, রোবেন ও ফ্রাঙ্ক রিবেরির গোল ও মারভিন জসউইংয়ে আত্মঘাতি গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাভারিয়ানরা। তবে বিরতির পর ৫১ মিনিটে মার্সেলে রাম্পে ব্যবধান কমান।

পরে স্টেফান পারেনসান ও পাওলো মাইলি গোল করলে চমক দেখায় পুঁচকে দলটি। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারকা সমৃদ্ধ বায়ার্ন।

আনচেলত্তি সর্বশেষ রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কাজ করেছিলেন। তার অধীনে লস ব্লাঙ্কসরা লা ডেসিমা (১০ম চ্যাম্পিয়নস লিগ শিরোপা) জেতে। তবে পরের মৌসুমে স্প্যানিশ জায়ান্টরা বাজে পারফর্ম করলে বরখাস্ত হন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।