ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

মেসির সাক্ষাৎ পেতে এক কিলোমিটার সাঁতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, জুলাই ২০, ২০১৬
মেসির সাক্ষাৎ পেতে এক কিলোমিটার সাঁতার ছবি:সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির মতো বিশ্বসেরা তারকার সাক্ষাৎ পাওয়াটা স্বপ্নের ব্যাপার। এমনই এক স্বপ্ন পূরণ হলো স্প্যানিশ সমর্থকের।

স্পেনের দ্বীপ ইবিজায় বর্তমানে ছুটি কাটানো আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে ২০ মিনিট সময় কাটালেন সুলি নামের এক সমর্থক। তবে এর জন্য তাকে এক কিলোমিটার সাঁতরাতে হয়েছে।

২৪ বছর বয়সী সুলি মূলত অ্যাতলেটিকো মাদ্রিদের একজন সমর্থক। তবে মেসির মতো তারকাকে কে না পছন্দ করে। সেও ছুটিতে গিয়েছিলেন দ্বীপটিতে। কিন্তু বার্সেলোনা তারকাকে দূর থেকে দেখে বসে থাকতে পারলেন না। এক কিলোমিটার সাঁতরে চলে গেলেন।

এদিকে সমর্থকদের সঙ্গে সব সময়ই সময় ভাগাভাগির চেষ্টা করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। পরে সেই ভক্তকে পেয়ে নিজের ব্যক্তিগত ইয়টে (বোটে) ওঠালেন তিনি। তুললেন একসঙ্গে সেলফি। পান করালেন জুস।

কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যান লিওনেল মেসি। তবে সমর্থকদের আশা তিনি অবসর ভেঙে খুব দ্রুতই ফিরবেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ২০ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।