ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মাদক সেবন: ম্যারাডোনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৬, জানুয়ারি ৩০, ২০১৭
জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মাদক সেবন: ম্যারাডোনা দিয়েগো ম্যারাডোনা-ছবি:সংগৃহীত

কিংবদন্তি ফুটবলার হলেও দিয়েগো ম্যারাডোনার ক্যারিয়ার জুড়ে রয়েছে প্রচুর বিতর্ক। তারই একটি মাদক সেবন করা। এবার নিজের জীবনের এই নোংরা আসক্তিটির অধ্যায় নিয়ে কথা বললেন আর্জেন্টাইন আইকন। জানান, মাদক সেবন ছিল তার ক্যারিয়ারে সবচেয়ে বাজে সিদ্ধান্ত।

আলবেসেলিস্তাদের হয়ে বিশ্বকাপ জয়ী এ তারকা জানান, বার্সেলোনাতে থাকাকালে ২০ বছর বয়সে তাকে আসক্তিতে পেয়ে বসে। আর আসক্তি শেষ পর্যন্ত তার ফুটবল ক্যারিয়ার শেষ করে দেয়।

অবশেষে ২০০৪ সালে মাদকের থাবা থেকে মুক্তি পান ম্যারাডোনা। আর এই মুক্তির জন্য তিনি পুরোপুরি কৃতিত্ব ঈশ্বরকে দিতে চান, ‘আমার ২৪ বছর বয়স অবস্থায় আমি নেশায় জড়িয়ে পড়ি। তখন আমি বার্সেলোনাতে ছিলাম। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ’

তিনি আরও বলেন, ‘পরে আমি যখন অসুস্থ হয়ে কোমায় ছিলাম, তখন আমার মেয়ে বলে তার জন্য কিছুদিন বাঁচতে। আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ, কারণ তিনি আমার মেয়ের কথা শুনেছেন এবং আমাকে জাগিয়ে তুলেছেন। ’

এদিকে ম্যারাডোনাকে প্রশ্ন করা হয় অর্থ, নারী না মাদক কোন জিনিসটা সুন্দর একটি জীবন ধ্বংস করে দেয়। জবাবে তিনি বলেন, ‘মাদক সবচেয়ে বড় সমস্যা। এটা মানুষকে হত্যা করে। আমি খুবই ভাগ্যবান যে এখনও কথা বলতে পারছি। যদি আমি মাদক না ছাড়তাম, তবে কোনো সন্দেহ নেই আমাকে মরতে হতো। ’

‘গত ১৩ বছরে আমি কোনো রকম মাদক সেবন করিনি। এখন আমার দারুণ অনুভব হচ্ছে। ’ যোগ করেন ম্যারাডোনা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।