ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ক্যারিয়ারের ইতি টানলেন ল্যাম্পার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
ক্যারিয়ারের ইতি টানলেন ল্যাম্পার্ড ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড-ছবি:সংগৃহীত

ফুটবল খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ইতি টানলেন তারকা মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। তবে বুট জোড়া তুলে রাখলেও ভবিষ্যতে কোচিং পেশায় নামবেন বলে জানা যায়। ইংলিশ ক্লাব ওয়েস্টহাম ইউনাইটেডের হয়ে ক্যারিয়ার শুরু করে এক সময় হয়ে ওঠেন ইংল্যান্ডের বড় তারকা।

১৯৯৪-৯৫তে ওয়েস্টহামের যুব দলে খেলেন ল্যাম্পার্ড। পরে ১৯৯৫ থেকে ২০০১ পর্যন্ত সিনিয়র দলে খেলেন ১৪৮ ম্যাচ।

কিন্তু ওয়েস্টহামে বেড়ে উঠলেও ৩৮ বছর বয়সী এ তারকার আসল ঠিকানা হয় মূলত চেলসিতে।

২০০১ থেকে ২০১৪ পর্যন্ত ১৩ বছরেরও বেশি সময় ব্লুজদের হয়ে খেলে দলটির মধ্যমনি বনে যান। এ সময় ৪২৯ ম্যাচে ১৪৭টি গোল করে চেলসির কিংবদন্তির তকমা পান। ক্যারিয়ারের শেষ দিকে ম্যানচেস্টার সিটি ও যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল নিউইয়র্ক সিটির হয়েও খেলেন।

ব্লুজদের হয়ে ল্যাম্পার্ড তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা, চারটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতেন।

ক্লাবের পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলেও ভরসার নাম হয়েছিলেন ল্যাম্পার্ড। ১৯৯৯ থেকে ২০১৪ পর্যন্ত খেলেন ১০৬ ম্যাচ। গোলও করেন ২৯টি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।