ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চুক্তির মেয়াদ বাড়ালেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
চুক্তির মেয়াদ বাড়ালেন মেসি ছবি: সংগৃহীত

নতুন চুক্তি করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেটি অবশ্য স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে নয়, স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে নতুন করে চুক্তি করেছেন মেসি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান আর্জেন্টাইন অধিনায়ক।

কাতালান ক্লাব বার্সার সঙ্গে মেসির চুক্তি নবায়ন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তাতে তার চুক্তি নবায়ন নিয়ে বেশ আগ্রহী বার্সা ভক্তরা।

কাতালানদের সঙ্গে ২০১৮ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। তবে, কবে নাগাদ নতুন চুক্তিতে মেসি স্বাক্ষর করতে পারবেন সেটি জানানোর আগে নিজের স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন বলে জানিয়ে দিলেন মেসি।

মেসির তারকাখ্যাতি কাজে লাগিয়ে নিজেদের আরো ভালোভাবে জানান দিতে চায় জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। তাই মেসির সঙ্গে চুক্তি বাড়িয়েছে তারা। চুক্তি সম্পর্কে মেসি জানান, ‘অনেক বছর থেকেই অ্যাডিডাসের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। অ্যাডিডাসের পাশে আরো কিছু বছর একসঙ্গে থাকা হবে। ’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।